đŸĨāĻ•ুāϰāφāύে ‘āύূāϰ’ āĻĻ্āĻŦাāϰা āĻ•ি āϰাāϏূāϞāĻ•ে āĻŦুāĻা⧟, āύা āφāϞ্āϞাāĻšāϰ āĻ•িāϤাāĻŦ āĻŦুāĻা⧟?

কুরআনে ‘নূর’ দ্বারা কি রাসূলকে বুঝায়, না আল্লাহর কিতাব বুঝায়?

১. ‘যারা ঈমান আনে আল্লাহ তাদের ওলী, তিনি তাদেরকে অন্ধকার হতে বের করে নূরে নিয়ে যান। আর যারা কুফরি করে তাগূত তাদের আঊলিয়া, তারা তাদেরকে নূর হতে অন্ধকারে নিয়ে যায়। তারাই অগ্নি-অধিবাসী, সেখানে তারা স্থায়ী হবে (২:২৫৭); সূরা-২, বাকারা, আয়াত-২৫৭।

১. ‘তুমি তো জানতে না কিতাব কি এবং ঈমান কি! পক্ষান্তরে আমি একে করেছি নূর যা দ্বারা আমি আমার বান্দাদের মধ্যে যাকে ইচ্ছা পথ-নির্দেশ করি (৪২:৫২); সূরা-৪২, শূরা, আয়াত-৫২।

২. তিনিই তাঁর বান্দার প্রতি সুস্পষ্ট আয়াত অবতীর্ণ করেন, তোমাদেরকে অন্ধকার হতে নূরে আনার জন্য (৫৭:৯); সূরা-৫৭, হাদীদ, আয়াত-৯।

২.  ‘তারা আল্লাহর নূর ফুৎকারে নিভাইতে চায়; কিন্ত আল্লাহ তাঁর নূর পূর্ণ রূপে উদ্ভাসিত করবেন, যদিও কাফিররা তা অপছন্দ করে (৬১:৮); সূরা-৬১, সাফফ, আয়াত-৮।

৩. অতএব তোমরা আল্লাহ, তাঁর রাসূল ও যে নূর আমি অবতীর্ণ করেছি তাতে বিশ্বাস স্থাপন কর (৬৪:৮); সূরা-৬৪, তাগাবুন, আয়াত-৮।

উপরোক্ত আয়াতগুলোতে আল্লাহ নূর দ্বারা আল্লাহ তাঁর কিতাবকে বুঝিয়েছেন, না রাসূলকে বুঝিয়েছেন? কুরআন নিয়ে গবেষকরা বলবেন কি?

Comments

Popular Posts