🕋Darood after Prophet Muhammad
Darood after Prophet Muhammad
.
রাসুল শব্দের পরে কি (সাঃ) বলতে হবে???
,
৩৩:৫৬- নিশ্চয়ই আল্লাহ্ ও তার ফিরিস্তাগণ নবীজির সাহায্য সহযোগিতা করে থাকেন। তোমরা যারা ঈমান এনেছো শোনো! তোমরা সবাই তাকে সহযোগিতা করতে যেয়ে তার সাথে জুরে থাকো।
,
অনেকে এই আয়াতটি দেখিয়ে বলে আল্লাহ্ রাসুলের উপর দরুদ পড়েন এবং সবাইকে দরুদ পড়তে বলেছেন।
কারো দরুর পড়ার ইচ্ছা থাকলে ৩৭ঃ১৮০-১৮২ পরবেন।
,
মাজুষীরা (সাঃ) পড়ার প্রচলন করেছে। কোনও মুসলিম কক্ষনো (সাঃ) পরে না। (সাঃ) এটার অর্থ আল্লাহ্কে হুকুম দেয়া হচ্ছে রাসুলের প্রতি সালাম প্রেরন করার জন্য। কিছু বলদ টাইপের লোক আছে যাদের মাথায় মানব রচিত আবর্জনা রয়েছে তারাই (সাঃ) পড়ে।
.
Comments
Post a Comment