মুসোলমানরা আজ সারা বিশ্বে নির্যাতিত কেনো?
By MD Lipubd fb
.
মুসোলমানরা আজ সারা বিশ্বে নির্যাতিত /মার খাচ্ছে কেনো?
মার খাওয়ার কারন মুসলমনেরা আজ আল্লাহর
নিকট নিকৃষ্ট। আল্লাহ বলেন, তোমরা যা
করোনা তা বলো কেন? তোমরা যা করোনা
তা বলা আল্লাহর নিকট নিকৃষ্ট/ মোনাফেকি।সুরা ছফ আয়াত ২,৩।
আজ আমরা দাড়ি, টুপি, যুব্বা পরিধান করে,
সমাজে মুসলিম পরিচয় দিচ্ছি কিন্তু
মুসলিমের যে সৎকর্ম তা পালন করছি না।
কারন আমরা জানি না আল্লাহ কি বলেছেন।
এই না জানার কারন মাদ্রাসার শিক্ষা
ব্যাবস্থা, তারা কোরআনটাকে লাল,নীল
কাপড় পরিয়ে আলমারীর তাকের উপর দাফন করে রেখেছে।আজ আমরা কোরআনের সঠিক ব্যাবহার জানি না।
জীবিত মানুষকে কোরআন দিয়ে
সতর্ক না করে, তারা মৃতকে কোরআন শোনায়।
অথচ আল্লাহ বলেন, তোমরা মৃতকে শোনাতে
পারো না। এই কাজ করে তারা আল্লাহর
আয়াতকে অস্বীকার করে।আল্লাহ বলেন, কেবল কাফেররাই আল্লাহর আয়াতকে অস্বীকার করে, ২৯/৪৭। আমরা মুখে বলি কোরআন বিশ্বাস করি কিন্ত কোরআনের সুরা ফাতেহার অর্থ জানি না। অথচ আল্লাহ সুরা বাক্কারার ১২১নং আয়াতে বলেছেন, আমি এই কোরআন নাযীল করেছি, যারা এই কোরআন বিশ্বাস করে তারা যথাযথ ভাবে তা পাঠ করে।তারমানে আমরা যতই মুখে বলি কিন্তু তা বিশ্বাস করিনা।সুরা ফাতিহা না জানার কারনে, প্রতি নিয়ত একজন নামাজি আল্লাহর সাথে মিথ্যা বলে আসিতেছে, তারা নামাজে বলে, আমি একমাত্র তোমারই ইবাদত করি,এবং একমাত্র তোমার নিকট সাহায্য চাই।১/৪,৫।
তারা সালাত কি? ইবাদত কি? সেটাও জানে না? অথচ সুরা নিসার ৪৩ নং আয়াতে বলে দিয়েছেন, তোমরা সালাতের ধারেকাছেও যেও না,নেশাগ্রস্থ এর ন্যায়।যতক্ষন বুঝতে পারো তোমরা সালাতে দাড়িয়ে কি বলছো? এতে বুঝা গেলো আমাকে জেনে বুঝে সালাত আদায় করতে হবে।রবের স্মরনে সালাত পড়তে হবে, ২০/১৪, ১৭/৩৭।
Comments
Post a Comment