Character of Arabian

আল্লাহর নামে যিনি পরম করুণাময়,অতি দয়ালু ।

☆☆তাওবা:97- কুফুরি ও কপটতায় আরববাসিগণ কঠোরতর; এবং আল্লাহ্ তার রাসুলের প্রতি যা অবতীর্ণ করেছেন তার সীমারেখা সম্পর্কে অজ্ঞ থাকার যোগ্যতা এদের অধিক । আল্লাহ্ সর্বজ্ঞ, প্রজ্ঞাময় ।

☆☆তাওবা:98- আরববাসিদের কেউ কেউ, যা তারা আল্লাহর পথে ব্যয় করে তা অর্থদণ্ড বলে গণ্য করে এবং তোমাদের ভাগ্য বিপর্যয়ের প্রতিক্ষা করে ।মন্দ ভাগ্য চক্র তাদেরই হোক ।
আল্লাহ্ সর্বশ্রোতা, সর্বজ্ঞ ।

//////// কুরআনের কথা বললেই মানুষের প্রথম প্রশ্ন আরবের লোকেরা কি ভুল করতেছে না-কি!!!
দেখুন ! আল্লাহ্ আরবের লোকদের কিভাবে চিত্রায়িত করেছেন!! ওটাই অধিকাংশের চরিত্র!
খুব অল্প সংখ্যকই আছে হক্বের উপরে!
বর্তমানেও কি তাদের চরিত্র পাল্টিয়েছে????
যা আল্লাহ্ নিষেধ করেছেন সেই ইহুদি খৃস্টানদের সাথেই তাদের বন্ধুত্ব!!

## তবুও কি তারাই অনুকরণযোগ্য ?????

***ফিরে আসুন আল্লাহর নির্দেশের দিকে (7:3)।
জাহান্নামে যেয়ে আফসোস করার পূর্বেই (67:10)।
.
Coustery
S A  shaponbd

Comments

Popular Posts